noun phrase এর অবস্থান
যে phrase বাক্যে Noun-এর অবস্থানে বসে Noun-এর ন্যায় কাজ করে ,তাকে Noun phrase বলে ।
Noun phrase সাধারণত: বাক্যে পাঁচটি অবস্থানে অবস্থান করে। যেমন:
১। Subject হিসেবে
২। Object হিসেবে
৩। Appositive হিসেবে (Appositive হলো এমন একটি শব্দ যাহা বাক্যে subject এর অতিরিক্ত পরিচয় বা তথ্য দিয়ে থাকে)।
৪। Preposition এর object হিসেবে
৫। Subject এর complement হিসেবে।
Note: এখানে উল্লেখ্য যে Noun phrase গুলো Noun –এর কাজ করে । Noun phrase গুলো কোন Sentence-এ verb-এর subject, object বা complement হিসেবে বা preposition-এর object হিসেবে কাজ করে ।
For example:
Subject হিসেবে noun phrase এর দুটো example (উদাহরণ)
1. A colourful picture attracts me (রঙিন ছবি আমাকে আকর্ষণ করে)…. এখানে “colourful picture” একটি noun phrase যাহা বাক্যে subject হিসেবে কাজ করছে।
2. This pen is mine…(এই কলমটি আমার)…..এখানে This pen হলো একটি noun phrase যাহা বাক্যে subject হিসেবে কাজ করছে।
মনে রাখা ভালো : Noun, pronoun, noun phrase ইত্যাদি বাক্যে subject, object বা extension হিসেবে কাজ করে।
Object হিসেবে noun phrase.
Structure (কাঠামো) :
Subject +(auxiliary verb + base verb….V1) / base verb (V1) + object as noun phrase.
Example :
1. I can draw a colourful picture… (আমি রঙিন ছবি আঁকতে পারি)…..এখানে colourful picture হলো noun phrase যাহা object হিসেবে বাক্যে অবস্থান করছে।
2. I like a colourful picture… ( আমি রঙিন ছবি পছন্দ করি)….. এখানে colourful picture হলো noun phrase যাহা বাক্যে object হিসেবে অবস্থান করছে।
Appositive হিসেবে noun phrase এর ব্যবহার।
Structure (কাঠামো) :
1. Subject, + appositive as a noun phrase, + verb (any form as per tense) + object/extension.
2. Subject, + appositive as a noun phrase, + auxiliary verb ( any form as per tense) + verb (any form as per tense).
Example :
* For structure-1:
Mr. Rahim, the owner of this building, lives in the USA = মি: রহিম যিনি এই বিল্ডিং এর মালিক আমেরিকায় বাস করে বা থাকে।….(এখানে the owner of this building হলো একটি noun phrase যাহা subject সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিচ্ছে।
* For structure -2:
The castle, a colourful building, was built in 1965.
= অট্টালিকাটি, যাহা রঙিন, ১৯৬৫ সালে তৈরী করা হয়েছিল।…(এখানে colourful building হলো একটি noun phrase যাহা appositive হিসেবে subject এর অতিরিক্ত পরিচয় দিচ্ছে।)
Preposition এর object হিসেবে noun phrase এর ব্যবহার।
Structure (কাঠামো):
Subject / Omitted subject + verb as per tense + preposition + noun phrase as object.
Example :
* তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও = Take care of your health…(এখানে of হলো preposition আর your health হলো noun phrase, যেহেতু of পরে noun phrase আছে সেহেতু noun phrase. এখানে preposition এর object হিসেবে কাজ করছে।)
* বৃদ্ধ লোকটি তার তিন সন্তান নিয়ে চিন্তিত = The old man is worried about his three sons….( এখানে about হলো preposition আর his three sons হলো noun phrase, যেহেতু noun phrase এখানে preposition এর পরে বসেছে সেহেতু noun phrase টি preposition এর object হিসেবে কাজ করছে।)
Subject এর complement হিসেবে noun phrase এর ব্যবহার।
Structure (কাঠামো) :
* Subject + linking verb as per tense + complement.
Note: Linking verbs = am, is, are, was, were, feel, seem etc.
Example :
* He is a man of work = সে কাজের লোক……এখানে He = Subject, is = Linking verb, a man of work = subject এর complement.
* He feels a funny concept = সে একটি হাস্যকর ধারণা অনুভব করছেন…..এখানে He = Subject, feels = Linking verb, a funny concept = Subject এর complement.
আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?
Leave a Comment